রাজনীতি
নুরের গণঅধিকার পরিষদ ছাড়ল ৫৯ নেতা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৫১
নুরের গণঅধিকার পরিষদ ছাড়ল ৫৯ নেতা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটিতে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগে সাবেক ভিপি নুরুল হক নুরের দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সভাপতিসহ ৫৯ নেতা।


সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে রবিবার মো. আল আমিন সরদারসহ সদ্য ঘোষিত কমিটির ৫৯ জন সদস্য কেন্দ্রীয় কমিটির ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নতুন ৭৯ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষাকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগকারীরা।


এতে আরও উল্লেখ করা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যে কমিটিতে আস্থা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিত, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে গণঅধিকার পরিষদের আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে আমরা বিশ্বাসী।


পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, সদ্য ঘোষিত জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে কমিটিতে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা ৫৯ জন নেতা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি। মূলত বিভাগীয় উপকমিটি স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে এই কমিটি গঠন করেছে।


উল্লেখ্য, শুক্রবার গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com