অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে যোগ দিতে পারবে না: সারজিস
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৪:১৪
অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে যোগ দিতে পারবে না: সারজিস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল এমন কেউ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন দলটির উত্তারাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, অন্যদলের যে কোনো ভাল মানুষদের জন্য এনসিপির দরজা খোলা।


শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।


সারজিস বলেন, কেউ যদি মনে করে এনসিপিতে এসে ব্যক্তিগত উদ্দেশ্য পূরণ করবেন, তাহলে এই দল তাদের জন্য না। আগের জায়গায় ফিরে যেতে হবে। দলটি তার আর্দশ অনুযায়ীই চলবে।


দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেউ যেনো নিজে এগিয়ে যাওয়ার জন্য অন্য কাউকে টেনে না ধরি। এনসিপির ভেতর লক্ষ্য করা যায়— কাউকে টেনে ধরতে কারও বিরুদ্ধে অভিযোগ দিতে। এসব বিষয় থেকে বের হওয়ার জন্য আহ্বান জানান তিনি।


এ সময় দলটির ভবিষ্যৎ নিয়ে সারজিস বলেন, এনসিপি যদি জুলাইয়ে আকাঙ্খাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে আজ থেকে দুই বছর পর বাংলাদেশ সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com