
মহাত্মা লালনের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে উল্লেখ করে যে, বাঙালি জাতির আধুনিক জাতীয়তাবোধ, জীবনবোধ ও সাংস্কৃতিক পরিচয় নির্মাণের দার্শনিক মহাত্মা লালন। দশম শতক থেকে সূচিত বাঙালির প্রগতিশীল চিন্তাজগতে পরবর্তীকালে মহাত্মা লালন মানবতাবাদ ও সাম্যবাদের শক্তিশালী দার্শনিক ভিত্তি প্রদান করেন অষ্টাদশ ও উনবিংশ শতকে।
জাসদের বিবৃতিতে আরো বলা হয় যে, বাংলাদেশে আজ যখন জাতির পতাকা, দ্বি—জাতি তত্ত্বের শকুন খামচে ধরেছে জনজীবনে চাপিয়ে দিতে চাইছে, ভেদ—বিভেদ—অসমতা—বৈষম্য—ধর্ম—বর্ণ—লিঙ্গ—জাত—পাত—সাম্প্রদায়িকতা—জঙ্গিবাদের দেয়াল, তখন মহাত্মা লালনের শিক্ষা আমাদের আবারো মুক্তিযুদ্ধের চেতনার পথ দেখায়, সংগ্রামের প্রেরণা যোগায়।
জাসদের বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, পরাজিত দ্বি—জাতি তত্ত্বের পুনরুত্থান ও পুনর্বাসনকারী প্রকাশ্য ও ছদ্মবেশী শকুনদের স্বপ্ন গুড়িয়ে দিতে পরিচয়—নির্বিশেষে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]