স্বাধীনতাযুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৪২
স্বাধীনতাযুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, 'আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে।'


১৩ অক্টোবর, সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।


আমান বলেন, 'নির্বাচন বাংলাদেশে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন ইনশাআল্লাহ হবে।'


তিনি আরও বলেন, 'বাংলাদেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনি বাংলাদেশে থাকবেন।'


বিএনপির এই নেতা বলেন, 'তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে, বিনা ভোটের এমপি যারা পার্লামেন্টে বসে আছে তাদেরকে জনগণ পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে, হয়েছে সেটা। তিনি বলেছিলেন বিনা ভোটের এমপি যারা মন্ত্রী হয়ে সচিবালয় বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে সচিবালয় থেকে, সত্য হয়েছে। যদি বিনা ভোটের সরকার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ না করে, গণভবন থেকে জনগণ তাকে বের করে নিয়ে আসবে, ফয়সালা হয়েছে, সত্য হয়েছে, রাজপথে ফয়সালা হয়েছে।'


দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্য আওয়ামী লীগের উল্লেখ করে তিনি বলেন, 'দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, আমি অন্য কোনো দেশে যাব না। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে থাকব। তারপরে তার ওপর নির্যাতন চলে আসলো। ছয়টি বছর তাকে জেলে রাখা হয়েছে। বিনা দোষে বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। তাকে অসুস্থ করে ফেলেছে, তাকে হত্যার উদ্দেশ্য ছিল। আওয়ামী লীগের সান্ডা-পান্ডা-গুন্ডারা বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নেয়, তিনবারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডার স্ত্রী, বীর উত্তমের স্ত্রী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির স্ত্রী, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের জিয়াউর রহমানের স্ত্রী অধিনায়ক জিয়াউর রহমান—সেই সেনাপ্রধানের স্ত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারেন না।'


'আজকে আল্লাহ তো সেটা ফয়সালা করে দিয়েছে। পতন হয়েছে। একদিন আগেও বলছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা যে, আওয়ামী লীগ পালায় না, শেখ মুজিব পালায় না। একদিন পরেই পালাতে বাধ্য হয়েছে, জনগণ পালাতে বাধ্য করেছে। অতএব জনগণের শক্তির ওপর কোন শক্তি নেই, যে কথাটি দেশ নায়ক তারেক রহমান বলেছেন,' যোগ করেন তিনি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com