একাত্তরের অসাম্প্রদায়িক চেতনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে: মির্জা ফখরুল
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৩:০১
একাত্তরের অসাম্প্রদায়িক চেতনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে: মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

’৭১ সাালে যুদ্ধ করে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যে চেতনা ধারণ করতে চেয়েছিলাম, তা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।


বিএনপি ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোনো ধর্মীয় সম্প্রদায়কে আলাদা করার সুযোগ নেই। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে।’


দেশের বেকারত্ব সমস্যার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেকার সমস্যা দূর করা হবে, দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। পর্যাক্রমে বাড়ানো হবে।’


পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আর পদ্ধতি আগামী পার্লামেন্টের ওপর ছেড়ে দেন। কেননা এখন জনগণ পিআর পদ্ধতি বোঝে না।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com