আহমদ মতিউর রহমানসহ ৬ লেখক পাচ্ছেন ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭
আহমদ মতিউর রহমানসহ ৬ লেখক পাচ্ছেন ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ৬ গুণী লেখক ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন। তারা হলেন খালেদ হোসাইন, আহমদ মতিউর রহমান, আশরাফুন্নেছা দুলু, মনসুর আজিজ, আমিরুল মোমেনীন মানিক ও আশিক মুস্তাফা।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


ছোটদের সময় সম্পাদক মামুন সারওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য খালেদ হোসাইন ও আহমদ মতিউর রহমানকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এছাড়া, ছোটদের সময় প্রকাশিত তিনটি বই, যথাক্রমে গল্পগ্রন্থ ‘ঈগল খরশোগ ও গুবরে পোকা’র জন্য আশরাফুন্নেছা দুলু, অনুবাদগ্রন্থ 'লৌহদানব'র জন্য মনসুর আজিজ ও জুলাই বিপ্লব বিষয়ক উপন্যাস ‘গোয়েন্দা কবলে মুগ্ধ’র জন্য আমিরুল মোমেনীন মানিককে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে জুরি বোর্ড। একই সাথে, জনপ্রিয় গল্পগ্রন্থ ‘ভাত খাওয়ানোর গল্প’র জন্য আশিক মুস্তাফাকে প্রদান করা ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার।


আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমিতে 'দিনব্যাপী ছোটদের সময় যুগপূর্তি শিশুসাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৬ লেখকের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেবেন অতিথিরা।


এদিন, সেমিনার, ছড়া-কবিতা পাঠ, চলচ্চিত্র প্রদর্শনী, শিশুকিশোর গল্পবলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ মোট ৬ টি পর্বে আয়োজন অনুষ্ঠিত হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com