
এক যুগ ধরে নতুন কোনো অ্যালবাম প্রকাশ না করলেও একক গান দিয়ে শ্রোতাদের মন জয় করে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম। বিশেষ করে, বিভিন্ন সিনেমায় গান করে চলে আসেন আলোচনায়। বছর খানেক আগে ‘প্রিয়তমা’ সিনেমায় নিজের প্রত্যাবর্তন ঘটান; এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন। এবার নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে নিজের বিশেষ প্রত্যাবর্তন ঘটছে এই শিল্পীর।
নিজের সাম্প্রতিক কাজ নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে বালাম জানালেন তারা পঞ্চম একক অ্যালবামের কথা। যার নাম রাখা হয়েছে ‘মাওলা’। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই প্রকাশ পাবে তা। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটবে বালামের অ্যালবাম প্রেমী ভক্ত-শ্রোতাদেরও।
বালাম জানিয়েছেন, মোট ৬টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। আর এই অ্যালবামে জেন-জি দেরও কথাও ভাবা হয়েছে; যেন নতুন প্রজন্মের শ্রোতারাও বালামের সঙ্গে সংযোগ ঘটাতে পারে।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম সংবাদ মাধ্যমে বলেছেন, একক গান দিয়ে ভক্তদের সব ধরনের চাহিদা মেটানো কঠিন। একটা অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান রাখার সুযোগ থাকে।
করোনাকালীন সময়ের উপলব্ধি থেকে তৈরি এই গানটি বর্তমান সময়ের অস্থিরতায় শ্রোতাদের মনে প্রশান্তি জোগাবে বলে মনে করেন বালাম। অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়ন বালাম নিজে করলেও গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালে বালামের সর্বশেষ একক অ্যালবাম ‘ভুবন’ প্রকাশিত হয়েছিল। এর আগে ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে তার তিনটি একক অ্যালবাম ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘এক মুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’ বা ‘রিমঝিম’-এর মতো কালজয়ী কিছু গান উপহার দেন এই শিল্পী। এবার এক যুগের অবসানের পর ফের আগের জায়গাতে ফিরছেন বালাম।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]