
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দেশের সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত থাকায় মোট চার দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সংক্রান্ত সরকারি চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছুটি থাকবে।
এছাড়া, ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারের লক্ষ্য, এই ছুটির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু করা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব ছুটি যথাযথভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]