টাঙ্গাইলে অবৈধ প্লাস্টিক বর্জ্য পোড়ানোর দায়ে দুই প্রতিষ্ঠানে অভিযান
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৬:০৮
টাঙ্গাইলে অবৈধ প্লাস্টিক বর্জ্য পোড়ানোর দায়ে দুই প্রতিষ্ঠানে অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে অবৈধভাবে প্লাস্টিক বর্জ্য পোড়ানো ও তেল উৎপাদনের দায়ে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয় এবং অপরটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার বিসিক শিল্প নগরী ও বিক্রমহাটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।


অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে তেল উৎপাদন করে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে আসছিল। এ সময় প্লাস্টিক পোড়ানোর কাজে ব্যবহৃত চুল্লি ভেঙে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


এ ছাড়া লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়া পরিচালিত ‘মেসার্স এইচ আর টি মেটাল (পূর্ব নাম— মেসার্স রাদার মেটাল), বিসিক, সদর, টাঙ্গাইল’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com