ভূঞাপুরে ভোট কেনার অভিযোগ জামায়াত নেতাদের বিরুদ্ধে
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৩৫
ভূঞাপুরে ভোট কেনার অভিযোগ জামায়াত নেতাদের বিরুদ্ধে
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে। তবে এমন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।


বুধবার (২৮ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগতপুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।


এ বিষয়ে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত খান অভিযোগ করে বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে ভোটারদের অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ জানায় এবং এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।’


তিনি আরও দাবি করেন, ‘টাকা বিতরণের সময় উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা বা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’


অন্যদিকে, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মওলানা হুমায়ুন কবিরের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।


বুধবার বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মওলানা হুমায়ুন কবির ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।


তারা জানান, এ ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল আলম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ভোট চাইতে গেলে কয়েকজন ব্যক্তি বাধা দেয়, পরে বাগবিতণ্ডার একপর্যায়ে তাদের মারধর করা হয়, গলায় থাকা মাফলার ছিঁড়ে ফেলা হয় এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।


মওলানা হুমায়ুন কবির বলেন, নির্বাচনী মাঠে জামায়াতের জনপ্রিয়তা ও গণসমর্থন দেখে প্রতিপক্ষ পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়েছে। ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সাধারণ মানুষকে যাচাই-বাছাই ছাড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে ভূঞাপুর প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও এতে অংশ নেন। শেষে তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় বের হলে বিএনপির কয়েকজন কর্মী তাদের বাধা দেয়। এ সময় প্রচারণার মাইক ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং হামলার ঘটনা ঘটে। পরে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com