
গত ১৭ বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। এবার ধানের শীষ সরকার গঠন করলে পদ্মা ব্যারেজ প্রকল্পে হাত দেওয়া হবে। এতে এ অঞ্চলের পানির সমস্যার সমাধান হবে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান, তিনিও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘গেলো ১৭ বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই।’
তারেক রহমান বলেন, ‘রাজশাহীতে আমি বহুবার এসেছি। আজকে দীর্ঘ ২২ বছর পর এসেছি। রাজশাহী বলতে বুঝায় শিক্ষা নগরী। এখানে আইটি পার্ক করা হয়েছে তবে কোনো কাজ হয়নি। আমরা আইটি পার্ক সচল করতে চাই।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষি উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।’
এ সময় রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল করার অঙ্গীকার করেন তারেক রহমান। বলেন, ‘ধানের শীষ জয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।’
তিনি আরও বলেন, ‘সমালোচনা নয়, এখন সময় দেশ গড়ার।’
সারাদেশে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্তদোর দাবিও জানান তারেক রহমান।
এর আগে দুপুর সোয়া ১২টায় তারেক রহমান বিমানযোগে পদ্মা পাড়ের বিভাগীয় শহর রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি প্রথমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]