ফরিদপুর-১: বাবার পক্ষে দুই কিশোরী কন্যার ভোট প্রার্থনা দৃষ্টি কাড়ছে সবার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:৪০
ফরিদপুর-১: বাবার পক্ষে দুই কিশোরী কন্যার ভোট প্রার্থনা দৃষ্টি কাড়ছে সবার
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে জাহাজ মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছে তার দুই কিশোরী মেয়ে। তারা ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের বিভিন্ন স্থানে ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছে।


আলিশা রহমান ও আলায়না রহমান নামের এই যমজ বোনকে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় দেখা যায় বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্র চৌরাস্তা এলাকায়। সেখানকার বিভিন্ন বিপণি-বিতানসহ পথচারীদের মধ্যে জাহাজ প্রতীকের লিফলেট বিতরণ এবং ভোট ও দোয়া প্রার্থনা করে তারা।


এ সময় দুই বোন ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে এবং বাবার সালাম পৌঁছে দেয়। বাবার পক্ষে দুই কিশোরী কন্যার সাবলীল ও স্বতঃস্ফূর্ত গণসংযোগ সবার স্নেহদৃষ্টি কাড়ে। অনেকে এগিয়ে এসে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বাবা দোলনের খোঁজ নেন।
এর আগে আলিশা রহমান ও আলায়না রহমান আলফাডাঙ্গার বিভিন্ন স্থানে বাবা দোলনের প্রতীক জাহাজ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করে।


বিশিষ্ট সাংবাদিক দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন দীর্ঘদিন ধরে ফরিদপুর-১ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড করে আসছেন।



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দোলন।


গত চব্বিশের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com