
জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট উপলক্ষ্যে কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় উওরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বি.এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপির সদস্য আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,সিনিয়র সাংবাদিক ইউনুছ আলী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দসহ গণমাধ্যমকর্মী।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৫ শত ৯ টি পোস্টাল ভোটের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। এরমধ্যে ২৫ কুড়িগ্রাম- ১ আসনে ৩ হাজার ৭ শত ৩,
২৬ কুড়িগ্রাম- ২ আসনে ৩ হাজার ৯ শত ২৩টি, ২৭কুড়িগ্রাম -৩ আসনে ২ হাজার ১ শত ১ এবং ২৮ কুড়িগ্রাম -৪ আসনে ৩ হাজার ৭ শত ৮২টি এবং কুড়িগ্রাম কারাগারের কারাবন্দী ১২ জন ভোট প্রদান করতে পাবেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং পোস্টাল ভোটে টিক চিহ্নের মাধ্যমে ভোট প্রদান করতে হবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]