ঝিনাইদহে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:৫৭
ঝিনাইদহে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডে গাঁজা ও বিপুল পরিমাণ অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬


বুধবার (২৮ জানুয়ারি) রাতে হরিণাকুন্ড পৌরসভার চটকাবাড়িয়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় । তাছলিমা আক্তার ওই গ্রামের সাফায়েত আলীর কন্যা ।


র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এএসপি ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চটকাবাড়িয়া গ্রামের মাদক কারবারি মো. হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয় । এসময় ২ কেজি গাঁজা ও ৮টি রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমাকে গ্রেফতার করা হয় ।


তিনি জানান, এ ঘটনায় আব্দুল আজিজের ছেলে হোসেন পলাতক রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে ।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com