নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান করিনি: নাহিদ
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০০:৪৬
নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান করিনি: নাহিদ
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না, সেজন্য আমরা গণঅভ্যুত্থান করিনি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-০২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস এলাকায় এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।


তিনি বলেন, একটি দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না। লুটপাট ও অর্থ পাচারের পরিকল্পনা করা হচ্ছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে , দুবৃত্তদের রাজনীতি ধ্বাংস করতে হবে৷ চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির নানাবিধ সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে তিনি সমর্থন প্রত্যাশা করেন। এসময়, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, নরসিংদী ২ পলাশ আসনের প্রার্থী সারোয়ার তুষার সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷


আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, একটি দল নির্বাচনকে কেন্দ্র করে একটি দল সারাদেশে সহিংস রূপ ধারণ করছে। তারা হত্যা, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে বিগত ১৭ মাসে তারা সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে। আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে আমরা ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে বিতারিত করবো।


বিবার্তা/কামল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com