
পিরোজপুরের ইন্দুরকানীতে বীর মুক্তিযোদ্ধা, জামায়াত ইসলামী বাংলাদেশ, আওয়ামী লীগ, জাতীয় পাটি(জেপি), সাবেক ইউপি চেয়ারম্যানসহ প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার রাতে (২৮ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলাধীন ১নং পাড়েরহাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদকমো. জাকির হোসেনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এফ ফারুক হোসাইন সহ বিনএপি নেতাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জিয়া মঞ্চের সভাপতি আহসান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার মো. আব্দুল্লাহসোহেল, উপজেলা যুবদলের আহবায়ক মো. আতিকুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম শিকদার, যুবদল নেতা কে এম শামীম রেজা, ছাত্রদল নেতা সাইমুন আহম্মেদ, তরিকুল ইসলাম তরুন, নয়ন তালুকদার, কলেজ ছাত্রদল নেতা আসাদুল ইসলাম বাবু,বেল্লাল প্রমুখ।
আনুষ্ঠানিকভাবে যোগদান করেন, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীন,পাড়েরহাট ইউনিনের ৫নং ওয়ার্ড জামায়াতে সাধারন সম্পাদক আব্দুল ছালাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ-আলম হাওলাদার, উপজেলা জেপির যুগ্ম আহবায়ক মো. কাওছার আহম্মেদল দুলাল, মহসিন মধু, মাইনুল হক মালেক, মো. হারুন অর রশিদ,পান্না, রুইয়ান ফকির,লিটন হাওলাদার, দেলোয়ার মাতুব্বর, ফিরোজ আকন, যুবলীগ নেতা বাদল খান, আলামিন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দরা যোগদান করেন ।
যোগদানকৃত নেতৃবৃন্দ বলেন, আমরা বিএনপির আদর্শে অনুপ্রেনিত হয়ে এই দলে যোগদান করেছি। গনতান্ত্রিক উপায়ে সুষ্ঠনির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে আমরা কাজ করে যাবো ।
বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ বলেন, বর্তমানে ইন্দুরকানী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম বেশ জোরালো হয়েছে। এই যোগদানের ফলে ইন্দুরকানীসহ শেপাশের এলাকাগুলোতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিএনপিতে যোগদানের প্রবণতা বাড়ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে চান।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]