
নাটোরের সিংড়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদ (স্বতন্ত্র) প্রার্থীর ঘোড়া প্রতিকের পক্ষে ভোট করায় বিএনপি ও যুবদলের ৪ জনকে বহিষ্কার করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বহিষ্কৃতদের ছবি।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৈর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ইব্রাহিম হোসেন, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক চয়েন উদ্দিন।
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, নাটোর-৩ সিংড়া আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু কে মনোনয়ন দেয়া হয়েছে।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]