সাংবাদিকরা আগের নিয়মেই কার্ড পাবেন: ইসি সচিব
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪
সাংবাদিকরা আগের নিয়মেই কার্ড পাবেন: ইসি সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অতীতের মতো ম্যানুয়ালি সিস্টেমে সাংবাদিকদের ত্রয়োদশ জাতীয় সংসদ সংগ্রহের কার্ড ও গাড়ির স্টিকার দিবে নির্বাচন কমিশন।


বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাংবাদিকদের কার্ড ইসি থেকে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


ম্যানুয়ালি কার্ড ইস্যু করার প্রক্রিয়া কেমন হবে? জানতে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এ বিষয়ে খুব শিগগির জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন তো করেছেন, তবে যারা অনলাইনে আবেদন করেননি তাদের আর তা করা লাগবে না। সাংবাদিকেরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড ইস্যু করতে পারবেন।
এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদনের আহ্বান জানায় ইসি।


তবে এই জটিল হওয়ার কারণে আগামী রবিবারের মধ্যে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এরপরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com