সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৪
সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের গঠিত ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে।


সোমবার (২৬ জানুয়ারি) জারি করা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের উদ্দেশ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর গঠিত বই নির্বাচন কমিটি বাতিল করা হলো।’


আরও পড়ুন:‘গ্রন্থকেন্দ্রে কোটা থাকুক, পরবর্তী সরকারের লাগবে’


জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিলের পর তার দায়িত্বকালে বই ক্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়লে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।


আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


এর আগে, কমিটি কর্তৃক ক্রয়কৃত বইয়ের তালিকা অনলাইনে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।


লেখক ও বিশ্লেষক মাসকাওয়াথ আহসান তার ফেসবুক ওয়ালে এ কমিটির তীব্র সমালোচনা করে বলেন, এই কমিটি জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের ঘটনা এবং আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত লুটপাট ও দুর্নীতির ওপর কোনো বই কেনেনি।


তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা লেখকদের বইও এই কমিটি বাদ দিয়েছে। আফসানা বেগমের তত্ত্বাবধানে কমিটি আওয়ামী লীগ ঘেঁষা লেখক ও প্রকাশকদের বই কেনার ওপর গুরুত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এ বিষয়ে জানতে চাইলে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান বলেন, ‘বই নির্বাচন কমিটি বাতিল করা হয়েছে এবং শিগগিরই একটি নতুন কমিটি গঠন করা হবে। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ বই কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’


তিনি আরও জানান, চলতি অর্থবছরেই জুলাইয়ের গণঅভ্যুত্থান, পিলখানা ও শাপলা ট্র্যাজেডি বিষয়ক বই ক্রয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com