বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতে চারটি বাস বরাদ্দের দাবি বাকৃবি ছাত্রদলের
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭
বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতে চারটি বাস বরাদ্দের দাবি বাকৃবি ছাত্রদলের
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি বাস বরাদ্দের আবেদন জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ।


বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক বরাবর এবং ছাত্রবিষয়ক বিভাগে এ আবেদন জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।


জানা যায়, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে বাকৃবির শিক্ষার্থীদের ময়মনসিংহ শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যেতে হয়। পরীক্ষার দিন সকাল থেকেই শহরে যানজট, গণপরিবহনের সংকট এবং নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় শিক্ষার্থীরা প্রায়ই ভোগান্তির মুখে পড়েন। এসব বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চারটি বাস বরাদ্দের দাবি জানানো হয়েছে।


এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, বিসিএস পরীক্ষা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক পরীক্ষা। এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা বা দুর্ভোগ না থাকে, সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এই যৌক্তিক আবেদন জানিয়েছি।


তিনি আরও বলেন, বাকৃবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছে। অতীতেও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা মানসিকভাবে স্বস্তিতে পরীক্ষা দিতে পারবেন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক বলেন, প্রশাসন পরীক্ষার্থীদের সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।


বিবার্তা/ আমানুল্লাহ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com