রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০
রাজবাড়ীতে ৬ দফা দাবিতে ভূমি কর্মকর্তাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে নিয়োগ, পদোন্নতি, বেতন নির্ধারণ জটিলতা ও বেতন বৈষম্য দূরীকরণসহ ৬ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রাজবাড়ী জেলা কমিটি।


বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ভূমি সহকারী কর্মকর্তাগণ।


কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী মুন্সী, সহ-সভাপতি প্রণয় কুমার বাকচি ও রেজা মো. ইলিয়াস কবীর।
এসময় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন গাঙ্গুলি, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ সময় মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন- দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানিমূলক ফৌজদারি মামলা থেকে কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি, ৪০ ও ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে শূন্যপদে নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা, ভূমি সহকারী পদ ১০ম ও উপ-সহকারী পদ ১১তম গ্রেডে উন্নীত করা, পদোন্নতি ও নিয়োগের বিদ্যমান দীর্ঘসূত্রতা দূর করা, বেতন নির্ধারণের সকল বৈষম্য ও জটিলতা নিরসন এবং মাঠপর্যায়ে অতিরিক্ত দায়িত্ব ও জীবনের ঝুঁকি বিবেচনায় বিশেষ ভাতা প্রদানের দাবি তোলেন তারা।
মানববন্ধন শেষে ভূমি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কে গিয়ে সিনিয়র সচিব বরাবর ৬ দফা সম্বলিত স্মারক লিপিটি হস্তান্তর করেন।
বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com