পুরস্কৃত হলেন মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫
পুরস্কৃত হলেন মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষা, ধর্ম, সম্প্রীতি-মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মূলনীতি-শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২৫ শিক্ষাবর্ষের উত্তম শিক্ষক-শিক্ষার্থী ও ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


‎ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঠাকুরগাঁও এর আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিম হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস।


‎হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা শাহাজাহান মিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মনোরঞ্জন সিংহ। এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা প্রকল্প পরিচালক শাহ্ মো: মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার বিদ্যা বর্মন, দুলাল বর্মন সহ সদর ও বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


এ বছর জেলার ১৭০টি শিক্ষা কেন্দ্রের মধ্যে পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত ৫ জন উত্তম শিক্ষক ও ১০ জন উত্তম শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com