
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মুক্তমঞ্চ মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনী পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা বলেছি- আলেম- উলামাদের পেছনে রেখে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে না। প্রথমেই হেফাজতে ইসলামের আন্দোলনের শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শহিদদের এবং আধিপত্যবাদী মোদিবিরোধী আন্দোলনের শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।’
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান ফটক পৌর মুক্তমঞ্চ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী পদযাত্রায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচনী এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন। ‘সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই নির্বাচনী পদযাত্রার আয়োজন করে।
তিনি বলেন, ‘শেখ হাসিনার মতো স্বৈরাচার আর দেখতে না চাইলে গণভোটে “হ্যাঁ” ভোট দিন। ভোটাধিকার রক্ষা করতে গণভোটে হ্যাঁ দিন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং ফ্যাসিবাদ থেকে জনগণকে মুক্ত করার সংগ্রামে ব্রাহ্মণবাড়িয়ার অবদান পুরো বাংলাদেশ আজীবন মনে রাখবে। আমরা বিগত সময়ে দেখেছি, ফ্যাসিবাদী সরকার গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করেছে এবং বৈষম্যের শিকার করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি আলেম-উলামারা দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্যাসিবাদীরা তাদের নানা রকম ট্যাগ দিয়ে দেশের সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।
এ ছাড়া উপস্থিত ছিলেন, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক- মনিরা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান, জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আলী, এনসিপির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]