
বান্দরবান জেলার লামা উপজেলায় ৫টি অবৈধ ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা হারে দন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- এফএসি ব্রিকস, এমএমবি ব্রিকস, এমএইচবি ব্রিকস, ৩ বিএম ব্রিকস ও এসবিডাব্লিউ ব্রিকস। অভিযানে পরিবেশ অধিদফতরের বান্দরবান পার্বত্য জেলার সহকারী পরিচালক মো. রেজাউল করিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহারের অপরাধে পাঁচ ইটভাটাকে জরিমানার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/আরমান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]