নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:১২
নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান।


সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার।


সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিসের ডা. ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল হোমিওপ্যাথিক পেশাজীবী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক ডা. মফিজুর রহমান, ডা. দুলাল রাহা, লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. হায়াতদুর রহমান উজ্জল সাধারণ সম্পাদক ডা. শেখ রাজিবুল আলম, সহ-সভাপতি ডা. তছিবুল আলম।


বক্তারা বলেন, হোমিওপ্যাথিক বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলনীতিতে অটুট থেকে চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রযোজ্য আইনসমূহ বাস্তবায়নে সকল চিকিৎসককে সচেতন হতে হবে।


হোমিওপ্যাথিক চিকিৎসার নামে কেউ যাতে রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহার না করেন সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।


সেমিনারে জেলায় কর্মরত প্রায় ৫০জন হোমিওপ্যাথিক চিকিৎসক অংশগ্রহণ করেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com