
চট্টগ্রাম থেকে কুমিল্লা অভিমুখী তিশা প্লাটিনাম বাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শারীরিক হেনস্তার অভিযোগে বাসচালক-সুপারভাইজারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাকিম বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, চট্টগ্রাম থেকে কুমিল্লা আসার পথে তিশা প্লাটিনাম (ঢাকা মেট্রো-ব ১৫-২৬৬৫) বাসে চট্টগ্রামের মিরসরাইয়ে ভুক্তভোগী নারী শিক্ষার্থী বাসের সুপারভাইজার দ্বারা শারীরিক হেনস্তার শিকার হন। পরবর্তীতে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা গিয়ে মহাসড়কে জড়ো হন। সেখান শিক্ষার্থীরা বাসটিকে থামানোর জন্য সিগন্যাল দিলেও বাসচালক বাস সামনে এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে পদুয়ার বিশ্বরোডে বাসটিকে আটক করে শিক্ষার্থীরা।
এর কিছুক্ষণ পরই ঐ এলাকার স্থানীয় কয়েকজন দেশীয় অস্ত্রসহ শিক্ষার্থীদের উপর আক্রমণ করতে আসলে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে আক্রমণকারীদের তিনজনকে পুলিশে সোপর্দ করেন। বাসসহ চালক এবং সুপারভাইজারকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে শিক্ষার্থীরা।
পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা দায়েরে প্রস্তুত রয়েছে বলে জানায় প্রক্টরিয়াল বডি। এসময় জুতার মালা পরিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাসচালক এবং সুপারভাইজারকে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাকিম বিল্লাহ ফেরদৌস বলেন, ৯৯৯-এ কল আসলে আমরা বিষয়টি জানতে পারি। পরে দ্রুত ঘটনাস্থলে গেলে সেখান থেকে থেকে তিনজনকে গ্রেফতার করি। আর বিশ্ববিদ্যালয় থেকে হেনস্তাকারী হেলপার আর চালককে আটক করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মামলা দায়ের করেন তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'আমরা পুরো ঘটনা শুনেছি। আমরা অপেক্ষায় আছি, ভিক্টিম থেকে অভিযোগ পেলেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে বাদী হয়ে মামলা দায়ের করব।'
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]