৪৫তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৮০৭ জন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ২৩:০৩
৪৫তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ  ১,৮০৭ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪৫তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১,৮০৭ জন উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।


বুধবার (২৬ নভেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করা হয়।


পিএসসি জানায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মেধাসহ সব দিক বিবেচনা করে এই মনোনয়ন দেয়া হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে মিলবে।


পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে ফল ঘোষণা করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন চাকরিপ্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।


এদিকে আজ বিকেলে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৭৫৫ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৩৯৫ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।


বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি। লিখিত পরীক্ষা হবে ৯ এপ্রিল, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ৫০তম বিসিএসের পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম ধাপে ধাপে পরিচালনা করবে পিএসসি।


অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।আবেদন ফি পরিশোধ করা যাবে ২০২৬ সালের ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com