
কুড়িগ্রামের চিলমারীতে কলেজছাত্র জোবায়ের আমিন হত্যা মামলায় গেলো ১৩ দিনেও আসামি গ্রেফতার না হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এজহারভুক্ত প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয়রা।
১ আগস্ট, বৃহস্পতিবার সকালে এ হত্যা মামলাকে ঘিরে মানববন্ধন কালে এ হুঁশিয়ারি দেয়া হয়।
মানববন্ধনটি উপজেলার প্রধান সড়ক ঘুরে পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় নিহত জোবায়েরের পরিবারের পক্ষ থেকে আসামিদের গ্রেফতার দাবি চেয়ে জিয়াউর আমিন রহমান বলেন, এ ঘটনাকে ঘিরে আজ ১৩ দিন পাড় হলেও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এমন নীরব ভূমিকা কেন? এই হত্যাকাণ্ডের আগামী ১২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ওই এলাকার দুই শতাধিক নারী-পুরুষসহ নিহতের পরিবার ও বন্ধুবান্ধব অংশগ্রহণ করেছেন।
মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন উপস্থিত হয়ে বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছেন। আমাদের পক্ষ থেকেও থানায় কথা বলা হয়েছে।
ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, আসামি ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন। খুব দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
বিবার্তা/রাফি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]