অর্থ আত্মসাতের মামলায় সমন্বয়ক গ্রেফতার
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৪:২৯
অর্থ আত্মসাতের মামলায় সমন্বয়ক গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পথরোধ করে মোবাইল ফোন ও দোকানের চাবি কেড়ে নিয়ে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় লালমনিরহাটের পাটগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রধান সমন্বয়ক গোলাম আজমকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া তার সহযোগী শাহাদত হোসেন মারুফকেও গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের তথ্য জানিয়েছেন।


ওসি মিজানুর রহমান জানান, পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে দোকানের চাবি ও মোবাইল ফোন কেড়ে নিয়ে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা তুলে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাতে পাটগ্রাম উপজেলার মধ্যবাজারের ইশা জুয়েলার্সের মালিক ইয়াছিন আলী ও তার বন্ধু শুভ জুয়েলার্সের মালিক শুভ শর্মা এক ব্যক্তির কাছে বকেয়া টাকা আনতে যান। টাকা নিয়ে ফেরার পথে রেললাইন সংলগ্ন রাস্তায় বৃষ্টিতে আটকা পড়লে তাদের পথরোধ করে শাহাদত হোসেন মারুফ ও সাগর হোসেনসহ কয়েকজন। এ সময় ইয়াছিন আলী পালিয়ে গেলেও শুভ শর্মাকে বেধড়ক মারধর করেন তারা। পরে ধারালো ছুরি ধরে তার মোবাইল ফোন ও জুয়েলারি দোকানের চাবি কেড়ে নেয়।


পর দিন সন্ধ্যায় শুভ শর্মাকে মামলার প্রধান আসামি মামুন হোসেন মোবাইল ও দোকানের চাবি ফেরত দেন এবং এ বিষয়ে অভিযোগ না করার জন্য শাসিয়ে দেন। এর পাঁচ দিন পর শুভ শর্মা নিজের রুপালী ব্যাংকের হিসাব থেকে টাকা তুলতে গিয়ে দেখতে পান, তার হিসাবে ২ লাখ ৬৯ হাজার ৯২০ টাকার মধ্যে মাত্র ৫ হাজার ৪২২ টাকা অবশিষ্ট আছে। ব্যাংক কর্তৃপক্ষ শুভকে জানায়, তার মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করে ই-ব্যাংকিংয়ের মাধ্যমে গত ১৩ আগস্ট ৩ দফায় ২ লাখ ৬৪ হাজার ৪৯৮ টাকা দুটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে।


এ বিষয়ে শুভ শর্মা জানতে চাইলে তাকে ব্যাংক থেকে জানানো হয়, টাকাগুলো মতিউর রহমান ও গোলাম আজম ব্যাংক হিসাবে নিয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে শুভ শর্মা বাদী হয়ে পাটগ্রাম থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com