
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাম হাওরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কান্দাপাড়া থেকে মহেশপুরে একটি বিয়ের আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে ইঞ্জিনচালিত নৌকাযোগে ৭ জন রওনা দেন। নৌকাটি ধারাম হাওরে পৌঁছালে হঠাৎ করে ডুবে যায়। এ সময় মাঝি সহ ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও সামসুদ্দিন (৬০) ও নুসরাত (৭) নামের দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ময়মনসিংহ থেকে ডুবুরি দল রওনা হয়েছে, তারা এসে উদ্ধারকাজে অংশ নেবে।
বিবার্তা/শহীদুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]