
রাজধানীর কদমতলীর একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণ এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ২টায় ১০তলা ভবনটির ৭ম তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেরাণীগঞ্জের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম বলেন, রাত ২টায় খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছান। রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর পুরোপুরি নেভানো হয় সাড়ে ৩টায়।
তিনি আরও বলেন, আগুনে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
তবে এলাকাবাসীর দাবি এসির লাইনের বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]