চকরিয়া থানার হাজতে যুবকের ঝুলন্ত লাশ, পুলিশের দাবি ‘আত্মহত্যা’
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২১:২৫
চকরিয়া থানার হাজতে যুবকের ঝুলন্ত লাশ, পুলিশের দাবি ‘আত্মহত্যা’
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের চকরিয়া থানার হাজত থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর চারটার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ওই যুবক থানা হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


মৃত যুবকের নাম দুর্জয় চৌধুরী (২৭)। তিনি চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।


কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া থানা হাজতে যুবকের আত্মহত্যার ঘটনায় আমাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।


তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছেন। কমিটি তদন্ত করে বের করবে কী ঘটেছিল এবং ময়নাতদন্তের প্রতিবেদনে সব বেরিয়ে আসবে।


দুর্জয়ের চাচাতো ভাই সঞ্জীব দাস বলেন, ‘সকালে ফোন পেয়ে আমরা থানায় গেলে পুলিশ জানায়, দুর্জয় হাজতে আত্মহত্যা করেছে। সেখানে তাকে শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। হাজতের ভেতরে কী হয়েছে বা পুলিশ তাকে প্রেশার দিয়েছে কিনা জানি না।’


তিনি আরও বলেন, ‘হাজতের দরজায় লোহার অ্যাঙ্গেলে মরদেহ ঝুলে থাকলেও পায়ের নিচে মাত্র ২ ইঞ্চি ফাঁকা ছিল। দুই হাত ছিল অ্যাঙ্গেলে।’


সঞ্জীব আরও বলেন, ‘আটকের খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পরিবারে লোকজন খাবার ও ওষুধ নিয়ে দুর্জয়ের সঙ্গে দেখা করতে যায়। থানা হেফাজতে দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা মহিউদ্দিনকে জানানো হয়, সে এক সপ্তাহ আগে স্ট্রোক করছিলেন, তার শ্বাসকষ্টজনিত রোগ রয়েছে। এছাড়া মানসিকভাবে বিধ্বস্ত, তাই তাকে যেন ভালোভাবে নজর রাখে। ওই সময় দুর্জয় মাকে বলেন, আমি কোনো ভুল করিনি। আমাকে ভুল বুঝিও না, আমি ট্রমার মধ্যে আছি।’


নিহত দুর্জয়ের বাবা কমল চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার বিদ্যালয়ের চেক জালিয়াতি ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ তুলে চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম দুর্জয় চৌধুরীকে পুলিশের হাতে সোপর্দ করেন। এর আগে ১০-১২ দিন দুর্জয়কে চাপ দেওয়া হয়। এতে দুর্জয় বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার আবারও একই অভিযোগে তাকে বিদ্যালয়ে ডেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত একটি কক্ষে আটকে রাখা হয়। পরে দুর্জয়কে পুলিশে সোপর্দ করে।


পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম থানায় গিয়ে দুর্জয়ের বিরুদ্ধে চেক জালিয়াতি ও নগদে ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেন। এরপর পুলিশ দুর্জয়কে আটক করে থানা হাজতে আটকে রাখে। দিবাগত রাত ১টা ২৭ মিনিট পর্যন্ত থানা হাজতের ভেতরে দুর্জয়কে হাঁটতে দেখা যায়। এরপর তার চলাফেরা দেখা যায়নি। ভোর ৪টার দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ।


চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বলেন, ‘দুর্জয় চেক জালিয়াতি করে ও নগদে প্রতিষ্ঠানের ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করি। এ সময় দুর্জয় আমার সঙ্গে ছিলেন। পরে পুলিশ তাকে আটক করে থানা হাজতে ঢুকিয়ে রাখে। এরপর আমি চলে আসি। আজ শুনেছি দুর্জয় থানা হাজতে আত্মহত্যা করেছেন।’


চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস বলেন, আত্মহত্যা করার স্থানটি সিসিটিভি ক্যামেরা থেকে একটু দূরে হওয়ায় দেখা যায়নি। তবে তার চলাফেরা ও অন্যান্য কার্যকলাপ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এদিকে, শুক্রবার বাদ জুমা দুর্জয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com