শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৫:২৭
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করেছে দেশটির আর্থিক অপরাধ তদন্ত বিভাগ (এফসিআইডি)। এ ঘটনাটি দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


শুক্রবার (২২ আগস্ট) সকালে তাকে গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে লন্ডন সফরের বিষয়ে বিক্রমাসিংহেকে জিজ্ঞাসাবাদ করা হয়।


তখন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি ওই সফরে স্ত্রীর একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এবং সফরের ব্যয়ভার সরকারি তহবিল থেকে বহন করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার গ্রেপ্তার হয়।


স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিক্রমাসিংহে আজ সকালে স্বেচ্ছায় কলম্বোর এফসিআইডি কার্যালয়ে আত্মপক্ষ সমর্থনে হাজির হন।


সেখানে তাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের পর শ্রীলঙ্কার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিক্রমাসিংহের সমর্থকেরা অভিযোগ করছেন, এটি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, ক্ষমতাসীন দল বলছে, দুর্নীতি দমন ও জবাবদিহি নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল ও জটিল হয়ে উঠতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com