
কলম্বিয়ায় একটি পুলিশের হেলিকপ্টারে ড্রোন হামলা ও সামরিক বিমান চলাচল স্কুলের কাছে গাড়ি বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ আগস্ট) দেশটির তৃতীয় সর্বাধিক জনবহুল শহর কালিতে একটি সামরিক বিমান চলাচল স্কুলের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছয় জন নিহত এবং ৭১ জন আহত হন বলে মেয়রের কার্যালয় জানান।
প্রতিবেদনে বলা হয়, এর কয়েক ঘণ্টা আগে, অ্যান্টিওকিয়া বিভাগের আমালফি এলাকায় কোকা পাতার চাষ ধ্বংসের অভিযানে অংশ নেয়া পুলিশের একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ড্রোন হামলায় ভূপাতিত হয়। এতে ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হামলার জন্য সাবেক ফার্ক গোষ্ঠীর ভিন্নমতাবলম্বী অংশকে দায়ী করেছেন। এই গোষ্ঠী ২০১৬ সালের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করে।
ওই চুক্তির লক্ষ্য ছিল দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সংঘাতের অবসান ঘটানো। এই সংঘাতে দেশটিতে সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে।
পেট্রো এক্স হ্যান্ডলে দেয়া এক পোস্টে লেখেন, অ্যান্টিওকিয়ার উত্তরের একটি এলাকায় কোকা পাতা ধ্বংসের জন্য কর্মী পরিবহনের সময় পুলিশ হেলিকপ্টারের ওপর হামলা চালানো হয়।
অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, হেলিকপ্টারটি কোকা পাতার খেতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ড্রোন হামলা চালায়।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় পুলিশ হেলিকপ্টারে আগুন ধরে যায়।
পেট্রো প্রথমে দেশের সবচেয়ে বড় সক্রিয় মাদক কার্টেল গালফ ক্ল্যানকে হেলিকপ্টার হামলার জন্য দায়ী করা হয়। তিনি দাবি করেন, সম্প্রতি ওই গোষ্ঠীর কোকেইন জব্দের প্রতিশোধ নিতেই হেলিকপ্টারে হামলা হয়েছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]