মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৫:১৯
মোংলায় হরিণের মাংসসহ শিকারি আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলার সাইলো এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ এক হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।


শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, মোংলার সাইলো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮ টি পা সহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়।


আটককৃত মো. হাসান (৩৪) মোংলার জয়মনি গ্রামের নজরুল গাজীর ছেলে ।


জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখবে বলেও জানান ওই কর্মকর্তা।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com