পুলিশি বাধায় হল না জাতীয় সংখ্যালঘু সম্মেলন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৯:৪৮
পুলিশি বাধায় হল না জাতীয় সংখ্যালঘু সম্মেলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার খামারবাড়িতে শুক্রবার (২২ আগস্ট) ‘জাতীয় সংখ্যালঘু সম্মেলন’ আয়োজনের প্রস্তুতি নিলেও ‘পুলিশি বাধায়’ সেটি করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন আয়োজকরা। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন হওয়ার কথা ছিল।


তবে পুলিশ বলছে, মহানগর এলাকায় এ ধরনের আয়োজন করতে যথাযথ নিয়ম মেনে পুলিশ কমিশনারের কাছ থেকে অনুমতি নিতে হয়। তারা অনুমতি ‘নেয়নি বলেই’ তাদেরকে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।


আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার অনুমতি চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হলেও অনুমতি মেলেনি।


এ বিষয়ে পুলিশের ভাষ্য, ‘বিশৃঙ্খলার আশঙ্কার’ পাশাপাশি পুলিশের পূর্ব প্রস্তুতি না থাকায় ‘স্বল্প সময়ের’ মধ্যে তাদেরকে অনুমতি দেওয়া ‘সম্ভব হয়নি’।


শুক্রবার সকাল ১০টা থেকে ‘সংখ্যালঘু অধিকার আন্দোলনের’ ব্যানারে ‘জাতীয় সংখ্যালঘু সম্মেলন ২০২৫: পাহাড় থেকে সমতল, অস্তিত্ব রক্ষায় অটল’ শীর্ষক এ আয়োজন হওয়ার কথা ছিল।


সেই অনুযায়ী, আয়োজকদের তরফে সব ধরনের প্রস্তুতিও ‘সম্পন্ন’ করার কথা বলা হয়। পরে পুলিশ তাদেরকে সম্মেলন করতে ‘না দেওয়ায়’ তারা খামারবাড়ি সড়কের ফুটপাতে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান।


সংখ্যালঘু অধিকার আন্দোলনের ফেইসবুক পেইজে দেওয়া পোস্টে বলা হয়, “একটা ইনডোর প্রোগ্রাম!!! শেষ মুহূর্তে নিরাপত্তা বাহিনী থেকে বাঁধা...বাংলাদেশে তো যা সংখ্যালঘু হামলা হয়, সবটাই রাজনৈতিক।।। তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্মেলন কে এতো ভয় পাওয়ার কি আছে?


“আপনারাই তো বলেন, ৮% এক না।।। তাহলে সবাই যখন একসাথে আসতেছে, তাতে বাঁধা কেনো??? ৫৪ বছরের ইতিহাসের সাম্প্রদায়িক হামলার প্রামাণ্যচিত্র দেখানো হবে, তা নিয়ে পুলিশ-প্রশাসনের এতো ভয় কেনো?"


এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, “তারা যে প্রোগ্রাম করতেছিল- বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা ছিল, আমাদের কাছে এমন গোয়েন্দা রিপোর্ট ছিল। এছাড়া মেট্রোপলিটন এলাকায় এ ধরনের প্রোগ্রাম করতে কমিশনার মহোদয়ের অনুমতি লাগে।”


তারা বৃহস্পতিবার আবেদন করেছিল, তার পরেও অনুমতি না দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “তারা আবেদন করলে সেটি উপকমিশনার মহোদয়কে পাঠায়, উপকমিশনার পরে আমার কাছে পাঠাবে। আমি সবকিছু দেখে বিবেচনা করে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে অনুমতি দেওয়া হবে।


“কারণ এ ধরনের আয়োজন হলে তখন আমরা ফোর্স দেই। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন সারা দেশ থেকে আসবে, তাদের নিরাপত্তার বিষয়ও তো আছে। সবকিছু প্রক্রিয়া করতে মিনিমাম এক সপ্তাহ আগে আবেদন জমা দিতে হয়।”


আয়োজকরা হলরুম ভাড়ার কাগজও দেখাতে পারেনি দাবি করে ওসি মোবারক বলেন, “পরে আমি তাদেরকে বুঝিয়ে বলছি, তারা যেন পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া মেনে আয়োজনটা করে। আমিও প্রপারলি পর্যাপ্ত ফোর্স যদি দিতে পারি, তখন যেন আয়োজন করে।”


হলরুম ভাড়া না করার অভিযোগের বিষয়ে আয়োজকদের একজন সুব্রত বল্লভ বলেন, “আমরা ভাড়ার জন্য সকল ডকুমেন্টস জমা দিয়েছি। ভাড়া যার কাছ থেকে নিতে হয়, ফর্ম পূরণ করতে হয়, সব প্রক্রিয়াই সম্পন্ন করেছি।”


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com