
বরিশালের মেহেন্দিগঞ্জে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) কলেজ মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে পড়ালেখা করতে হবে, যাতে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশের দায়িত্ব নিতে পারো। এ সময়ে তিনি সকলের মঙ্গল কামনা করেন এবং কলেজের কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাঈন উদ্দিন। এ সময় তিনি বিদায়ী অধ্যক্ষকে তাঁর গতিময় কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]