
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় ও শেষদিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেয়া হচ্ছে আজ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ টা থেকে শুরু হয়েছে কার্যক্রম। এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম ।
তিনি বলেছেন, নির্বাচনের আগে ও পরে মোট ৩ দিন সেনা মোতায়েনের জন্য সেনাপ্রধানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এছাড়াও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, কর্মসূচি এবং ২৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সুষ্ঠু,নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের স্বার্থে ক্যাম্পাসে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বাত্মক দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কমিশন।
৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচন। গত ১৮ ও ১৯ আগস্ট জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ৩২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বিকেল চারটা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেছেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৪ আগস্ট পর্যন্ত। ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট।
প্রসঙ্গত; ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]