জাকসু নির্বাচনের ফরম বিতরণ শেষ হচ্ছে আজ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:৫৪
জাকসু নির্বাচনের ফরম বিতরণ শেষ হচ্ছে আজ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ।


মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র ফরম উত্তোলন ও জমা দেওয়ার কাজ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।


এদিকে জাকসু নির্বাচনের ঘোষিত তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বৃদ্ধির দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন।


প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত। ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এরং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন।’


প্রসঙ্গত, ১৯৭২ সালে জাকসু প্রতিষ্ঠার পর ওই বছরই হয় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com