কোটি টাকার বিনিময়ে একই পরিবারের ৪ জনকে নিয়োগের অভিযোগ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৪:২৩
কোটি টাকার বিনিময়ে একই পরিবারের ৪ জনকে নিয়োগের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর কেরামতিয়া দ্বিমুখী আলিম মাদ্রাসায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ম বহিভূর্তভাবে নিয়োগের নামে বাণিজ্যের অভিযোগ উঠেছে । এলাকাবাসীর অভিযোগ একই পরিবারের চারজনকে প্রায় কোটি টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে চাকুরি প্রদানের তড়িঘড়ি।


উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেন চৌধুরী বলেন, আব্দুল মজিদ অত্র প্রতিষ্ঠানের নৈশ প্রহরী থেকে টাকার বিনিময়ে অফিস সহকারী পদে অবৈধভাবে নিয়োগ নেন।এছাড়া একই পরিবারে টাকার বিনিময়ে ৪ জনসহ মোট ৬ টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।


এছাড়া তিনি দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের ৪৫ নং সদস্য হিসেবে থেকেও যেন আওয়ামী লীগের তথ্য ও টাকার যোগান ভাণ্ডার হিসেবে কাজ করেছেন।


এছাড়া দুর্গাপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, আমি নিজে অভিভাবক সদস্য হয়ে প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হল তা জানি না। আরো অভিযোগ করেন প্রতিষ্ঠানের আব্দুল মজিদ অফিস সহায়ক পদে অবৈধভাবে চাকুরিতে যোগদানের জন্য মড়িয়া হয়ে উঠেন। এছাড়া তাঁর নিজ মেয়েকে মমতা বেগমকে ১৫ লক্ষ টাকার বিনিময়ে হিসাবরক্ষক পদে চাকরি নিতে মরিয়া হয়ে উঠেন।


এলাকাবাসীর পক্ষে শাহ আলম বলেন, আব্দুল মজিদের আপন ভাতিজা রাকিব হোসেনকে ১২ লক্ষ টাকার বিনিময়ে হিসাব সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন।


এছাড়া আব্দুল মজিদের ভাতিজা বউ সোমা আক্তারকে আয়া পদে ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকুরি প্রদান করা হয়।


এছাড়া এলাকাবাসীর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে আহাম্মদ আলীকে ১৬ লক্ষ টাকার বিনিময়ে একইভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করান বলে অভিযোগ রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিগত সরকারের দোসর এবং আজ্ঞাবাহক হিসাবে আহাম্মদ আলী বিভিন্নভাবে কাজ করে গিয়েছিলেন। যার বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে অবৈধভাবে ভোট গ্রহণের অভিযোগ রয়েছে।


এছাড়া উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের হরিফিয়া দাখিল মাদরাসায় বিভিন্ন অনিয়ম ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ এর অভিযোগ রয়েছে।


এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছুর রহমানের মুঠো কল দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এবিষয়ে উলিপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াহিদ জানান, নিয়োগ বিষয়ে আমি কিছুই জানি না। এছাড়া আমি নিয়োগ বোর্ডের সদস্য না, কোন তথ্য আমার জানা নেই।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com