দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৫:৫৫
দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের ওয়াকিটকিতে দেয়া বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল অমি দাশকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত৷


মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।


এ বিষয়ে চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা অমি দাশকে সাতদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’


অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের সদস্য। কনস্টেবল পদে থাকা অমি নগরীর খুলশী থানায় ওয়্যারলেস অপারেটরের দায়িত্বে ছিলেন। গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।


এর আগে রবিবার (১৭ আগস্ট) রাতে অমি দাশকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও অফিসিয়াল সিক্রেসি আইনে মামলা করা হয়।


জানা যায়, গত ১১ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনার পর গত ১২ আগস্ট সিএমপির সব সদস্যদের উদ্দেশে কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে একটি বার্তা দেন। এতে তিনি অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। ওয়াকিটকিতে দেয়া এ বার্তার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com