২১ আগস্ট গ্রেনেড হামলা: সব আসামি খালাসের আপিল শুনানি ২০ আগস্ট
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৩:৫৯
২১ আগস্ট গ্রেনেড হামলা: সব আসামি খালাসের আপিল শুনানি ২০ আগস্ট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানির জন্য আগামীকাল বুধবার (২০ আগস্ট) তারিখ ধার্য করা হয়েছে ।


মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামীকাল আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন।


প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ মামলার শুনানি চলছে। এর আগে রাষ্ট্রপক্ষ দুই দফায় তাদের বক্তব্য তুলে ধরে।


গত ১ ডিসেম্বর হাইকোর্ট এ মামলার সব আসামিকে খালাস দেয়। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে আপিল বিভাগে যায়। এরপর থেকেই আপিলের শুনানি শুরু হয়। ২০১৮ সালে বিচারিক আদালত এ মামলার রায় দেন।


উল্লেখ্য, আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে গত ৫ আগস্ট হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠনের পর ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দেওয়া হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com