
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হওয়া ৬টি বগি উদ্ধার করা হয়েছে।
এতে চার ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত দশটা থেকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আশুগঞ্জ স্টেশনের আউটার এলাকায় পৌঁছে বগিগুলো উদ্ধার করে ভৈরব জংশনে নিয়ে যাওয়ার পর পুনরায় আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক দাস জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে ট ও ঠ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেনের ৬টি বগি আলাদা হয়ে যায়।পরে বগিগুলো ফেলে বাকি ১০টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। তবে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে উদ্ধার কাজ চালিয়ে বিকল হওয়া ট্রেনটি এবং বিচ্ছিন্ন বগিগুলো ভৈরব জংশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ঢাকামুখী আপ লাইনের সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা বা রেল লাইনের কোনো ক্ষতি হয়নি।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]