কুষ্টিয়ায় ১৫ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য উদ্ধার
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৪:৫১
কুষ্টিয়ায় ১৫ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবি’র পৃথক অভিযানে ১৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ওচোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।


বুধবার (২০ আগস্ট) দুপুরে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ আগস্ট দিবাগত রাতে জেলার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৬- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় ১০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। একইদিন রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকেজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫১/১৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় ৪০০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও বেলা ১১টায় বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫০/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিলগাথুয়া অভিযান চালিয়ে ৬৩৬ পিস সেলোমিন ট্যাবলেট উদ্ধার করে।


বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় একই ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বেব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল বিশেষ অভিযান চালিয়ে ১১ হাজার ২৮০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করে। একইদিন বিকেল সাড়ে ৫ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪০/৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১ হাজার ১৭০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট ও ৩৩০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করে।


এছাড়াও ১৯ আগস্ট বিকেল পৌনে ৫ টায় মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪০/৬-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫১০পিস ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার করে। একইদিন কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৬/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতীয় ৪৬০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার করে।


বিজিবি আরও জানায়, পৃথক এসব অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানি পণ্যের সর্বমোট সিজার মূল্য ১৫লক্ষ ৫১ হাজার ৭৬০ টাকা। উদ্ধার হওয়া নকল বিড়ি কাস্টমে জমা এবং কারেন্ট জাল, মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করা হয়েছে।


সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানায় বিজিবি।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com