ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৮:৩১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুমিল্লায় সড়ক দুর্ঘটনার চার ঘণ্টা পার হলেও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান এখনো মহাসড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। এতে ঢাক-চট্টগ্রাম মহাসড়কের দুই অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।


শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় চলন্ত প্রাইভেট কারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চারজন নিহত হন। এ দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও চার ঘণ্টায়ও দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান সরানো যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টার দিকে দুটি ক্রেন ঘটনাস্থলে আনা হয়েছে।


কাভার্ডভ্যানটি সরাতে না পারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা এবং চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজহারো যাত্রী।


ফেনী থেকে ঢাকা বিমানবন্দরগামী মোহাম্মদ মিজানুর রহমান নামে এক যাত্রীকে হাইওয়ে পুলিশের কাছে গাড়ি ছাড়ার জন্য মিনতি করতে দেখা গেছে।


দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের সাতজন সদস্য কাজ করছেন। আনিসুর রহমান নামে এক উপপরিদর্শকের নেতৃত্বে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে। তবে পরিদর্শক পর্যায়ের বা তার ওপরের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি।


ঘটনাস্থলে থাকা ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের কম ধারণ ক্ষমতার ক্রেন আছে। কাভার্ডভ্যানটি বেশি ওজনের হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেশি ধারণ ক্ষমতার ক্রেন ভাড়া করে আনতে হচ্ছে। এ কারণে উদ্ধার কাজ বিলম্ব হচ্ছে। কাভার্ডভ্যানটি মহাসড়ক থেকে সরাতে পারলে যান চলাচল স্বাভাবিক হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com