
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শেষ হয়েছে। আজ (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত এ আপিলের সময় ছিল। এতে মনোনয়ন বাতিলের বিপক্ষে প্রায় ১৩ জন আপিল করেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একে এম রাশিদুল
ইসলাম।
উল্লেখ্য গতকাল কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২৭৬ মনোনয়নের মধ্যে যাচাই-বাছাই শেষে বাদ পড়ে ২০টি, বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৬ জন নারী ও ১৪ জন পুরুষ প্রার্থী রয়েছেন। আর বৈধ হয়েছে ২৫৬ জন।
প্রার্থীতা প্রত্যাহারের পর আগামী ২৮ আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এদিকে ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনো ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করতে পারেনি। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জাকসু নির্বাচন কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়। তবে, এখন পর্যন্ত ছাত্রত্ব শেষ হওয়ার শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়ন্ত্রণ করতে পারেনি বহিরাগত প্রবেশ। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]