চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৬:৩৯
চুয়াডাঙ্গায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ছেলের নাম মিরাজ (১৬) ও তার বাবার নাম তৈয়ব আলী (৪৫)। তারা আলোকদিয়া বাজারপাড়ার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় দিনই তাদের সঙ্গে জমি নিয়ে ছোটখাটো গণ্ডগোল হতো।


আজ মঙ্গলবার সকালে এরই জেরে রাজু ও তার মামাত ভাই বাবু ধারাল অস্ত্র দিয়ে মিরাজ ও তার বাবা তৈয়ব আলীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই ছেলে মোহাম্মদ মিরাজের (১৬) মৃত্যু হয়ে।
রক্তাক্ত অবস্থা মিরাজের পিতা তৈয়ব আলীকে (৪৫) উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।


তৈয়বের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তৈয়ব আলীকে নিয়ে পরিবারের সদস্যরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। পথের মধ্য অবস্থার অবনতি হলে আবারো সদর হাসপাতালে নিয়ে আসলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম মৃত ঘোষনা করেন।


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজন বাবু ও রাজুকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এদিকে, একইসাথে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


বিবার্তা/আসিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com