
ভোরের স্নিগ্ধ আলোয় জলে ভেসে থাকা লাল শাপলার সমাহার যেন প্রকৃতির আঁকা এক লাল গালিচা। হালকা বাতাসে দুলতে থাকা শাপলাগুলোতে যুক্ত হয় ভোরের সোনালি কুয়াশা। আর তাতেই সৃষ্টি হয় অপূর্ব এক স্বর্গীয় সৌন্দর্য। এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থীর ভিড় জমছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের বিস্তীর্ণ জলাশয়টি এখন সর্বজনপ্রিয় “লাল শাপলার বিল” নামে পরিচিত। একসময় এই বিল ছিল মূলত মাছ ধরার ক্ষেত্র। কিন্তু বর্তমানে এটি পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে। ভোরবেলা ফুটে থাকা অসংখ্য লাল শাপলা জলের বুকে কার্পেটের মতো বিছিয়ে দেয় সৌন্দর্যের জাল। দর্শনার্থীরা কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউবা প্রিয়জনের সঙ্গে কাটাচ্ছেন স্মরণীয় সময়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছর ধরে শাপলার সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি জেলার বাইরের দর্শনার্থীরাও ছুটে আসছেন। বিশেষ করে ছুটির দিনে ভিড় থাকে সবচেয়ে বেশি।
প্রকৃতিপ্রেমীরা বলছেন, এ দৃশ্যকে ঘিরে এখানে পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। শুধু শাপলার বিল নয়, এর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও উন্নয়নে সরকারি কিংবা স্থানীয় প্রশাসনের উদ্যোগ নিলে এটি দেশের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, এই শাপলার বিল যদি সংরক্ষণ ও উন্নয়ন করা যায়, তবে এটি হয়ে উঠবে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]