
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণের মধ্যদিয়েই নির্বাচন সফল হবে। জাতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি মাইলফলক।
নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে ড. জসীম উদ্দিন বলেন, প্রথম স্তরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম কাজ করবে। দ্বিতীয় স্তরে থাকবেন পুলিশ সদস্যরা এবং তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশমুখে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান করবে।
তিনি জানান, প্রয়োজন হলে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র সেনা সদস্যরা কর্ডন করে রাখবেন। ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না।
নির্বাচনী নির্দেশনা
* নির্বাচনের সাত দিন আগে থেকে কোনো আবাসিক হলে বহিরাগত থাকতে পারবে না।
* নিয়মিত টহলের মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হবে।
* নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই কেবল প্রবেশ করতে পারবেন।
* ক্যাম্পাসের বাইরে বসবাসরত শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে অতিরিক্ত বাস সার্ভিস চালু করা হবে।
ডিএমপির বরাত দিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা আরও জানান, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ টহল ও বিভিন্ন শাখা ইতোমধ্যেই সক্রিয় রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]