
নরসিংদীতে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি ৭.৬২ চায়না রাইফেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া একটি দেশীয় তৈরি পাইপগানও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকালে জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি খলাপাড়া বাজার মোড় সংলগ্ন একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খলাপাড়া বাজার মোড় সংলগ্ন মসজিদের পশ্চিম পাশের একটি পতিত জমির জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ চায়না রাইফেল ও একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
আবুল কায়েস আকন্দ আরও জানান, প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ধার হওয়া ৭.৬২ চায়না রাইফেলটি নরসিংদী জেলখানা হতে লুণ্ঠিত অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে। অস্ত্র দুটির অবৈধ ব্যবহারকারীদেরকে শনাক্ত করে গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা পুলিশ তৎপরতা চালাচ্ছে।
এর আগে, অবৈধ অস্ত্রের তথ্য দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে সরকার। সোমবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এক বিবৃতিতে জানান, যারা অস্ত্রের তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে। পিস্তল ও শর্টগানের তথ্য দিলে ৫০ হাজার, চায়না রাইফেলে ১ লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
বিবার্তা/কামরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]